Posts

Showing posts from December 21, 2011

এলোমেলো

মুক্ত আকাশে এক ঝাঁক তারা ঝিকমিক করছে. পুকুরের জলে ভাসছে চাঁদ. এলোমেলো হাওয়ায় উড়ছে মাথার চুল. নিস্তব্ধ অন্ধকার আজ ডাকছে. গাছ থেকে খসে পড়া পাতা, ভেঙ্গে দেয় পুকুরের চাঁদ. গাছের পাতায় বাতাসের ছোয়া. যেন এক নিরন্তর প্রতীক্ষা . ফাঁকা প্রান্তরে বাতাসের নিশ্বাস , কুচিকুচি হওয়া চাঁদ আবার জোড়া লাগে. আকাশের ডাক আর ওই অজানা পথ------ বাতাস এখনো এলোমেলো ভাবে বইছে.

অনুভুতি

হেরে  যাওয়া সময়  আজ আকাশের বুকে ভাসতে থাকা মেঘ. জমে থাকা যন্ত্রণা   আজ শীতকালের কুয়াশা. টেবিলে পরে থাকা কবিতার বইয়ে হারানো সময়ের দাগ. শেষ হয়ে যাওয়া অনুভুতি  জানালা দিয়ে  ছিটকে  আসে  বৃষ্টি  হয়ে . পুরনো স্বপ্ন আজ ঝরা পাতার গল্প .  

মুক্তির পথ

শরীর  আজ  বিষের এক  পাত্র, মনের ভেতর রাশি রাশি পাপ , তোমায় ভোলার তীব্র অভিমানে স্বপ্নেরা সব চিতায় শান্তি পাক. তোমার স্মৃতি খাচ্ছে কুড়ে কুড়ে  বিশ্বাস এখন পুরনো দিনের ধুলো, জীবন এখন শেষের কবিতা লিখছে মন আজও অশান্ত এলোমেলো. জানিনা কিভাবে মুক্তি পাব আমি!!! পায়না খোঁজ জীবনে বাঁচার রাস্তার, তবে কি প্রদীপ সত্যিই নিভে গেছে??!! দরকার ই নেই আর কোনো কিছু ভাবার!?!??!