Posts

Showing posts from 2011

যন্ত্রণা

বুকের পাঁজরে জড়িয়ে অব্যক্ত যন্ত্রণা . টুকরো টুকরো হছে , অনুভুতিরা . নিশ্বাসে  উড়ছে     ভেঙ্গে যাওয়া স্বপ্ন . চোখের  জলে  লেগে  টুকরো  টুকরো  ভালবাসা   . না বলা   কথাগুলো  ..... তোমার   না  রাখা    কথাগুলো  .... আর   কিছু  দুঃখ, আজ গলে   পরছে  চোখ  থেকে , গালে আঁকা শুধু তার নীরব রেখা,

intro with my society....

Hi I’m Shambhu Banerjee. I want to share some of my experience with you. My home is in a village and i stay in a hostel in Kolkata. I'm a student. Most of the rural people have fear about English but I’ve not. I was not a bad student in English but I feel nervous at the time of talking. My English is not up to mark but i can manage it. I think this is enough to introduce myself. Now I’ll say about my characteristics’. I'm an emotional people with some principles in life. I'm not ashamed of being an emotional person, i feel good for that. Now our political parties’ policies hurt me. All parties have good policies theoretically and obviously on stage at the time of election but after election the leaders are hardly visible to us. They have no time for common people. Many of us several problems in our life. Those problems are may be different. Those may be look negligible with the comparison to our state/country, but those have an importance in our life. We have to face ma

এলোমেলো

মুক্ত আকাশে এক ঝাঁক তারা ঝিকমিক করছে. পুকুরের জলে ভাসছে চাঁদ. এলোমেলো হাওয়ায় উড়ছে মাথার চুল. নিস্তব্ধ অন্ধকার আজ ডাকছে. গাছ থেকে খসে পড়া পাতা, ভেঙ্গে দেয় পুকুরের চাঁদ. গাছের পাতায় বাতাসের ছোয়া. যেন এক নিরন্তর প্রতীক্ষা . ফাঁকা প্রান্তরে বাতাসের নিশ্বাস , কুচিকুচি হওয়া চাঁদ আবার জোড়া লাগে. আকাশের ডাক আর ওই অজানা পথ------ বাতাস এখনো এলোমেলো ভাবে বইছে.

অনুভুতি

হেরে  যাওয়া সময়  আজ আকাশের বুকে ভাসতে থাকা মেঘ. জমে থাকা যন্ত্রণা   আজ শীতকালের কুয়াশা. টেবিলে পরে থাকা কবিতার বইয়ে হারানো সময়ের দাগ. শেষ হয়ে যাওয়া অনুভুতি  জানালা দিয়ে  ছিটকে  আসে  বৃষ্টি  হয়ে . পুরনো স্বপ্ন আজ ঝরা পাতার গল্প .  

মুক্তির পথ

শরীর  আজ  বিষের এক  পাত্র, মনের ভেতর রাশি রাশি পাপ , তোমায় ভোলার তীব্র অভিমানে স্বপ্নেরা সব চিতায় শান্তি পাক. তোমার স্মৃতি খাচ্ছে কুড়ে কুড়ে  বিশ্বাস এখন পুরনো দিনের ধুলো, জীবন এখন শেষের কবিতা লিখছে মন আজও অশান্ত এলোমেলো. জানিনা কিভাবে মুক্তি পাব আমি!!! পায়না খোঁজ জীবনে বাঁচার রাস্তার, তবে কি প্রদীপ সত্যিই নিভে গেছে??!! দরকার ই নেই আর কোনো কিছু ভাবার!?!??!

"সেই" দিন ....

থাকবেনা আর, সেই প্রথম ক্লাসের জন্য ব্যস্ততা | পুরনো বই-খাতার স্তুপে -- পড়ে থাকবে ক্লাস নোটের ডায়রি | মাঠের ওই সবুজ ঘাস -- হয়তো আর ছোঁয়া হবে না, হয়তো আর ফিরে পাবনা সেই রোদ মাখা  বিকেল ---- হারিয়ে  যাবে -- কান্টিনের চেয়ার দখলের দিন | হারিয়ে যাবে.............. বন্ধুদের সাথে জীবন্ত আড্ডা | হয়তো কখনো আর ফিরে আসবেনা........ আর লড়াই হবে না ডেস্ক দখলের | সুধু কোনো উদাস মুহুর্তে মনে পড়ে যাবে--- সেই ক্লাস ............... সেই মাঠ........... সেই.........................................

পৃথিবী---তোমায় ঢাকব কংক্রিটে

তীব্র হাওয়া অসাড় করে হাত, রাস্তার ধুলো ছিটকে লাগে চোখে | রাস্তার পাশে কাঁটা তারের বেড়া ডিজেল পোড়া গন্ধ আসে নাকে | দু-চারটে ধুসর সবুজ গাছ , ট্রাকের সারি রাস্তার দুই ধারে | এখানে আকাশ হারিয়ে ফেলেছে রং, ধুলো আর ধোয়া ধেকেই ফেলেছে তারে | রাস্তায় থাকে হাজার একটা বোর্ড , অনেক মানুষ ব্যস্ত রাস্তা নিয়ে | নীল আকাশের রাস্তা হারিয়ে গেছে, রাস্তার ধার ভরে ওঠে জঞ্জালে | মানুষ এখন শুধুই চলছে ছুটে , নীল-সবুজের জন্য সময় নেই | উরালপুলে ধাক্ব গত শহর , পৃথিবী---তোমায় ঢাকব কংক্রিটে |

অসংলগ্ন মুহুর্ত্ত

বুকের ভেতর জমে থাকা যন্ত্রনারা, পাক খায় সিগারেটের ধোয়ায় | লাল হয়ে যাওয়া চোখের কোন থেকে গলে পরে পুরনো স্মৃতি | এলোমেলো আঙ্গুল লিখতে যায় টুকরো টুকরো হয়ে যাওয়া নাম | ছিঁড়ে ফেলা কাগজের টুকরোয় আঁকা থাকে পুরনো স্বপ্ন| নেশায় অবশ হতে থাকা শরীর খোঁজে সেই চেনা স্পর্শ | শূন্য হাতের তালুতে খেলা করে    একরাশ হতাশা | থমকে যাওয়া সময়ের গায়ে পুরনো দিনের রোদ | অচেতন মস্তিস্ক তবু আজ তোর কথাই ভাবে |

স্বপ্ন..................

বুকের বাঁদিকে একটা অস্বস্তি, একটা যন্ত্রণা | জমে থাকা কথাগুলোর ভার | দুর্বল শরীরে স্মৃতির ছোবল | নেশায় ডুবে গিয়েও মনে ভাসে তোর কথা | ভবিষ্যতের কাছে একটাই প্রশ্ন, আমি কি মুক্তি পাব???? পুরনো গাছে লেগে নয়ান দিনের সূর্যের আলো | গাছের নিচে কি থাকবে সেই পুরনো স্বপ্নেরা?? চেনা ঘাস কি দেখবে--- সেই পুরনো ছবিটা?? তুই-আমি আর আমাদের স্বপ্ন..................

মরচে ধরা চাঁদ.............

মস্ত খেলার মাঠ আজ বন্দী  লোহার খাঁচায় | মাঠের বুকে পোতা সারি সারি লোহার রড, হাজার তারার মাঝে জলতে থাকা চাঁদে ---- আজ মরচে রঙা আলো |  মাঠে জলতে থাকা কয়েকশো হালোজেনের কাছে চাঁদ আজ মলিন | তার ক্লান্ত আলোয় ফুটে ওঠে কিছু অস্পষ্ট স্বপ্ন | পাশে গাছের আড়ালে  পরে থাকে কিছু হতাশা | নর্দমায় গজিয়ে ওঠা কিছু আগাছায় আটকে থাকে নিষ্ফল দীর্ঘশ্বাস | অভাবের যন্ত্রনা ঢাকা মুখ থেকে মুছে যায় কিছু হাসির রেখা | শুধু রয়ে যায় --- আধুনিক যুগের এই থাবার আঁচড় | কয়েকশো হালোজেনের আলো | আর মরচে ধরা চাঁদ |

নেশার মুক্তি .......

মাথার  ভেতর ছেরা কথার মালা , টুকরো টুকরো কথার ছড়াছড়ি,  অসংলগ্ন চিন্তা ধারার  ভিরে মনের ভেতর স্বপ্নের মহামারী .. অসাড়  শরীরে কেবল অস্বস্তি , হয়তো মৃত্যু দাঁড়িয়ে আমার পাশে , মনের ভেতর ভিড়  করা মানুষেরা    ভিতর থেকে ছিটকে বেরিয়ে আসে . স্বপ্ন তো নয় ! কথায় গেছি ভুলে .. মাথা আমার হঠাত  নিস্ক্রিয় - চোখের সামনে ঘুরছে চেনা মানুষ   সবই অসাড়, শুধু চোখটি সক্রিয় .. নিজেকে হঠাত পাগল মনে হয়, চেনা পৃথিবীর সবই অচেনা লাগে, ভাঙ্গতে ভাঙ্গতে টুকরো টুকরো হে, মনের ভেতর মৃত্যু ভয় জাগে.. একা বিছানায় অন্ধকারে  আমি, চেতনা আসে ছিটকে আসা সুরে. হঠাত করে হারিয়ে যেতে গিয়ে, "চেনা গলা" রাস্তা রোধ করে ... নেশার শিকল ছিন্ন হলো আজ, ফেরার শুরু হারানো পৃথিবীতে , পুরনো পথ পেলাম নতুন ভাবে.... নতুন স্বপ্ন আজকে আমার হাতে....            

আবেগ ......

বৃষ্টির  ফোটা য়   আঁকা চুম্বন,  তোমার ডানায় লেগে   উষ্ণতা  . গাছের পাতারা সব কাঁপছে , তোমার ঠোটে খুজি গভীরতা . চোখের পাতা অল্প একটু খোলা , তোমার সরির চাইছে ভালবাসা , নিশ্বাসে আজ একরাস প্রশ্রয় , চোখের দৃষ্টি  হয়েছে  সর্বনাশা তোমার আবেগ জড়িয়ে ধরে আমায় , সরির জুড়ে অদ্ভুত ভালোলাগা , আদরে  দুটি শরীর ভেসে যায় --- তিরতির  করে কাঁপছে চোখের পাতা . অবশেষে  থামে গভীর আদিম লড়াই,      মনের মধে রঙিন  সুখের  আবেশ  , চুম্বনে লেখা আগামী প্রতিশ্রুতি , ক্লান্ত সরির , ভবিষ্যত আঁকে...

"our life".....

Today most of us live selfishly. We are living in a fake world.  Now in our country everything is going on in a “Decorated” way.  We all have the freedom to speak freely but you can speak the truth if and only if there is no powerful man who may be in trouble for those. We can choose our own candidate because we have the power. But we have to elect from that list which is produced by the system. If anybody thinks about honesty, principal, we all say that he is nothing but a emotional fool. Most of the times if anybody says about our country, if he/she wants to change the system we all give him advice just to forget all those ideas.  We all assure him/her that i must be with him/her but no others won’t  help.  If he/she really wants help from us we just avoid that with some excuse.  Maximum number of population has no headache about the future of this country. They don‘t feel for others. WE all just read the news and we increase the volume level of the tea parties with those informat

we and our society...

Today we go through a very strange time. We share our thoughts, moments in facebook but we don't feel for our neighbours. We have no time to think for our country but we spend a huge time in doing funny comments over the social networking cites. If we see anybody talking about principles we feel pity for them. We watch them with the eyes full of sympathy. If that person is close to you, then you must advice him to erase those ideas from his mind because nothing will happen to our country. But if we all think in this way then how we can expect a glorious country? How can we expect a prosperous state? We don't step for the prosperity but we expect that just like its ours pending payments. We discuss over corruptions but have no intention to erase that. Now we just live like a selfish. We just pay attention to our family nothing else and we give the efforts to find the better way to live happily . After earn a good savings some of us give some donations for social works to buy
ভিজে মাটির গন্ধ মাখা বাতাস, চারিদিক ঢাকা হালকা সাদা বৃষ্টি. মাঠের বুকে হাজার সবুজ ধান.. হঠাত একটা গন্ধ, বেশ মিষ্টি. গল্প পড়তে পড়তে থমকে যাই বৃষ্টিভেজা পাখি নেয় আশ্রয়, রেললাইন এ লেগে  থাকা  বৃষ্টিরা আজকে যেন স্বপ্ন মনে হয়. অনেকদিন পর বৃষ্টি মেখে গায় নিজের মনেই গেয়ে উঠি কোনো গান , ছিটকে আসা বৃষ্টির এক ফোঁটা..... চোখের পাতা আজকে করেছে চান......
facebook এ আপডেট হতে থাকা Status এ ----- হারিয়ে গেছে দিনলিপির diary . কম্পিউটার এ স্ক্রীন এ আটকে থাকা চোখ থেকে হারিয়ে গেছে নীল আকাশ.  মোবাইলের বাজতে থাকা গানে  ঢাকা পরে গেছে পাখির ডাক. মাউস আর কী-বোর্ড নিয়ে অবজেক্টিভ কমপ্লিট করতে করতে -- পা পরেনি সবুজ মাঠে. পৃথিবীটাকে মুঠোয় পুরতে গিয়ে .. ''দরজা' গুলো "জানালা" হয়ে  গেছে.............