Posts

Showing posts from December 18, 2011

পৃথিবী---তোমায় ঢাকব কংক্রিটে

তীব্র হাওয়া অসাড় করে হাত, রাস্তার ধুলো ছিটকে লাগে চোখে | রাস্তার পাশে কাঁটা তারের বেড়া ডিজেল পোড়া গন্ধ আসে নাকে | দু-চারটে ধুসর সবুজ গাছ , ট্রাকের সারি রাস্তার দুই ধারে | এখানে আকাশ হারিয়ে ফেলেছে রং, ধুলো আর ধোয়া ধেকেই ফেলেছে তারে | রাস্তায় থাকে হাজার একটা বোর্ড , অনেক মানুষ ব্যস্ত রাস্তা নিয়ে | নীল আকাশের রাস্তা হারিয়ে গেছে, রাস্তার ধার ভরে ওঠে জঞ্জালে | মানুষ এখন শুধুই চলছে ছুটে , নীল-সবুজের জন্য সময় নেই | উরালপুলে ধাক্ব গত শহর , পৃথিবী---তোমায় ঢাকব কংক্রিটে |

অসংলগ্ন মুহুর্ত্ত

বুকের ভেতর জমে থাকা যন্ত্রনারা, পাক খায় সিগারেটের ধোয়ায় | লাল হয়ে যাওয়া চোখের কোন থেকে গলে পরে পুরনো স্মৃতি | এলোমেলো আঙ্গুল লিখতে যায় টুকরো টুকরো হয়ে যাওয়া নাম | ছিঁড়ে ফেলা কাগজের টুকরোয় আঁকা থাকে পুরনো স্বপ্ন| নেশায় অবশ হতে থাকা শরীর খোঁজে সেই চেনা স্পর্শ | শূন্য হাতের তালুতে খেলা করে    একরাশ হতাশা | থমকে যাওয়া সময়ের গায়ে পুরনো দিনের রোদ | অচেতন মস্তিস্ক তবু আজ তোর কথাই ভাবে |

স্বপ্ন..................

বুকের বাঁদিকে একটা অস্বস্তি, একটা যন্ত্রণা | জমে থাকা কথাগুলোর ভার | দুর্বল শরীরে স্মৃতির ছোবল | নেশায় ডুবে গিয়েও মনে ভাসে তোর কথা | ভবিষ্যতের কাছে একটাই প্রশ্ন, আমি কি মুক্তি পাব???? পুরনো গাছে লেগে নয়ান দিনের সূর্যের আলো | গাছের নিচে কি থাকবে সেই পুরনো স্বপ্নেরা?? চেনা ঘাস কি দেখবে--- সেই পুরনো ছবিটা?? তুই-আমি আর আমাদের স্বপ্ন..................

মরচে ধরা চাঁদ.............

মস্ত খেলার মাঠ আজ বন্দী  লোহার খাঁচায় | মাঠের বুকে পোতা সারি সারি লোহার রড, হাজার তারার মাঝে জলতে থাকা চাঁদে ---- আজ মরচে রঙা আলো |  মাঠে জলতে থাকা কয়েকশো হালোজেনের কাছে চাঁদ আজ মলিন | তার ক্লান্ত আলোয় ফুটে ওঠে কিছু অস্পষ্ট স্বপ্ন | পাশে গাছের আড়ালে  পরে থাকে কিছু হতাশা | নর্দমায় গজিয়ে ওঠা কিছু আগাছায় আটকে থাকে নিষ্ফল দীর্ঘশ্বাস | অভাবের যন্ত্রনা ঢাকা মুখ থেকে মুছে যায় কিছু হাসির রেখা | শুধু রয়ে যায় --- আধুনিক যুগের এই থাবার আঁচড় | কয়েকশো হালোজেনের আলো | আর মরচে ধরা চাঁদ |