Posts

Showing posts from February, 2012

কত ফোটা বৃষ্টি মিশে, এক টুকরো ভালবাসার জন্ম দেয়???

বৃষ্টির ফোটায় লেগে থাকা ভালবাসায়, আঁকা তোমার নাম. নদীতে বয়ে যাওয়া জলের ফোটায় লেখা তোমার নাম. গাছের পাতা থেকে ঝরে পড়া শিশিরের ফোটায় লেগে তোমার ছবি. সবুজ ঘাসের উপর লেগে থাকা শিশিরবিন্দু মনে পরায় তোমায়. কত ফোটা বৃষ্টি মিশে, এক টুকরো ভালবাসার জন্ম দেয়???  

অপদার্থ

আর আঘাত সহ্য করার ক্ষমতা নেই.  আর অপমান মেনে নেওয়ার সামর্থ্য নেই. এই রুক্ষ বাস্তবের শক্ত নখের আঁচরে আজ আমার শরীর রক্তাক্ত. নিজের সাথে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত, অবসন্ন. মন,  আজ সে অসাড়, হৃদয়,  আজ যা ক্ষতবিক্ষত,  জীবন, যা আজ অনেক কিছু চায়. শরীর, আজ গলে যাওয়া মোমবাতি. নিজের কাছে হার, মানুষের অপমান , অসহায় ভালবাসা , বাস্তবের আঘাত, একটাই তকমা আজ আমায় উপহার দিয়েছে--- " অপদার্থ "           

feelings

What are feelings? Science says that it’s all about the activity of hormones. Everything happens only for the different ratio of emitting hormones. But somehow I feel that the feelings are something more than the hormone’s activity. I think hormones are necessary for feelings but you should have a heart, a mind to feel. Feelings are one type of bonding. You throw a glance, full of love to a girl. Is this only the activity of those hormones? I think this is something more than that cause for feelings a mind is necessary. A flower can make waves in your mind. The ultimate beauty of moon forces you to be romantic. Are all those for the different ratio of hormones?     

স্নানঘর

স্নানঘর . মানুষের নগ্ন আত্মপ্রকাশ. জানালা দিয়ে চোখ পুকুরঘাটে চান করতে থাকা অর্ধনগ্ন নারী. বাথরুমে একাকী কামুক ছেলেটি, মানস চোখ্খে ধর্ষণ করে কোনো নারীকে. শরীর মন্থিত হয়ে নিক্ষিপ্ত হয়  কয়েকফোঁটা প্রানের স্পন্দন. রোজ রোজ নিজের অজান্তেই কত মেয়ে ধর্ষিতা হয় কত পুরুষের মনে.      

বীভত্স মূর্তি

সমাজের পাঁকে আমরা নিমজ্জিত . মন থেকে বেরোয় পচা দুর্গন্ধ. সুগন্ধি দিয়ে দেহকে সাজিয়ে রাখার নিষ্ফল চেষ্টায় ভয় করে আয়নায় মুখ দেখতে. মুখোশের আড়ালে ঢেকে যাওয়া মুখ. নিজের মুখ নিজেরাই ভুলে গেছি. সস্তা দরে 'বিবেক' বিক্রি করে নিজের স্বত্তা নিজেরাই হারিয়েছি. এক রাত্রিতে সরিরের দাম পাঁচ হাজার  আমরা তাকে উপাধি দিই পতিতা. খদ্দের তো আমাদেরই কেউ একজন, তার জন্য বরাদ্দ কোন উপাধিটা? চাকরিতে CHARACHTER  CERTIFICATE লাগবেই . কিন্তু সেটা পেতে ' অনুদান ' তো দিতেই হবে পাঁচশো  টাকায় কিনতে হবে চরিত্রটা. নয়তো, চাকরি হারিয়ে কিছু ভন্ডের জ্ঞান শুনতে হবে . বাতাসে আজ অক্সিজেনের  অভাব   মিথ্যার বুলিতেই দেশ ভর্তি. কাকেই  বা বলার কিইবা আছে সবারই সেই একই বীভত্স  মূর্তি..