ভিজে মাটির গন্ধ মাখা বাতাস,
চারিদিক ঢাকা হালকা সাদা বৃষ্টি.
মাঠের বুকে হাজার সবুজ ধান..
হঠাত একটা গন্ধ, বেশ মিষ্টি.
গল্প পড়তে পড়তে থমকে যাই
বৃষ্টিভেজা পাখি নেয় আশ্রয়,
রেললাইন এ লেগে থাকা বৃষ্টিরা
আজকে যেন স্বপ্ন মনে হয়.
অনেকদিন পর বৃষ্টি মেখে গায়
নিজের মনেই গেয়ে উঠি কোনো গান ,
ছিটকে আসা বৃষ্টির এক ফোঁটা.....
চোখের পাতা আজকে করেছে চান......
চারিদিক ঢাকা হালকা সাদা বৃষ্টি.
মাঠের বুকে হাজার সবুজ ধান..
হঠাত একটা গন্ধ, বেশ মিষ্টি.
গল্প পড়তে পড়তে থমকে যাই
বৃষ্টিভেজা পাখি নেয় আশ্রয়,
রেললাইন এ লেগে থাকা বৃষ্টিরা
আজকে যেন স্বপ্ন মনে হয়.
অনেকদিন পর বৃষ্টি মেখে গায়
নিজের মনেই গেয়ে উঠি কোনো গান ,
ছিটকে আসা বৃষ্টির এক ফোঁটা.....
চোখের পাতা আজকে করেছে চান......
Comments
Post a Comment