অসংলগ্ন মুহুর্ত্ত

বুকের ভেতর জমে থাকা যন্ত্রনারা,
পাক খায় সিগারেটের ধোয়ায় |
লাল হয়ে যাওয়া চোখের কোন থেকে
গলে পরে পুরনো স্মৃতি |
এলোমেলো আঙ্গুল লিখতে যায়
টুকরো টুকরো হয়ে যাওয়া নাম |
ছিঁড়ে ফেলা কাগজের টুকরোয়
আঁকা থাকে পুরনো স্বপ্ন|
নেশায় অবশ হতে থাকা শরীর
খোঁজে সেই চেনা স্পর্শ |
শূন্য হাতের তালুতে খেলা করে   
একরাশ হতাশা |
থমকে যাওয়া সময়ের গায়ে
পুরনো দিনের রোদ |
অচেতন মস্তিস্ক
তবু আজ তোর কথাই ভাবে |


Comments

Popular posts from this blog

পৃথিবী---তোমায় ঢাকব কংক্রিটে

আমরা....................

বায়োডাটা