আহ্বান

হারিয়ে গেছে আমার স্বপ্ন আমার জীবন থেকে,
হারিয়ে গেছে পথের রেখা আমার দৃষ্টিপথে.
নির্বাক আজ আমার কন্ঠ, হারিয়ে ফেলেছে ভাষা,
জীবন আমার অগোছালো, হারিয়ে গেছে দিশা.

বাঁচার ইচ্ছা হারিয়ে গেছে আমার
সময় এখন শুধুই দিন গোনার
বুকের মধ্যে ভালবাসার দীর্ঘশ্বাস
আমার সরির জীবন্ত এক লাশ

কি দোষ আমার? কিই বা অপরাধ?
জীবন আমার শেষের পথে চলছে
মৃত্যুর গন্ধ আমার শরীরে লেগে
শুধু তোর ভুলে মৃত্যু আমায় ডাকছে.  


Comments

Popular posts from this blog

যন্ত্রণা

"our life".....