কিছু মুহূর্ত .............
মুক্তি পেল তোর চোখের তারায় ।
"শব্দ" দিয়ে লুকিয়ে রাখা ভালোলাগা ,
মুক্তি পেল তোর হাতের ছোয়ায়।।
----------------------------------------------------------------
তোর জন্য আজও আকাশে মেঘ,
তোর জন্য অশান্ত বাতাস বয় ।
বালির কনা ছিটকে লাগে চোখে,
চোখের থেকে বৃষ্টি শুরু হয় ।।
-----------------------------------------------------------------
শরীরে আঁকা অত্যাচারের ছাপ,
চোখে ভাসে অসহায়ের দৃষ্টি ।
মনের ভেতর একরাশ শুন্যতা..,
চোখের জল আড়াল করে বৃষ্টি ।।
Comments
Post a Comment