facebook এ আপডেট হতে থাকা Status এ ----- হারিয়ে গেছে দিনলিপির diary . কম্পিউটার এ স্ক্রীন এ আটকে থাকা চোখ থেকে হারিয়ে গেছে নীল আকাশ. মোবাইলের বাজতে থাকা গানে ঢাকা পরে গেছে পাখির ডাক. মাউস আর কী-বোর্ড নিয়ে অবজেক্টিভ কমপ্লিট করতে করতে -- পা পরেনি সবুজ মাঠে. পৃথিবীটাকে মুঠোয় পুরতে গিয়ে .. ''দরজা' গুলো "জানালা" হয়ে গেছে.............
Popular posts from this blog
ঘুমের মাঝে স্বপ্নে দেখা একোন মায়াবিনী বনের মাঝে যাই একা যেন নীলাম্বরী নরম ঘাসে নগ্ন পায়ে আলো মাখি চারিদরকে স্তদ্ধ নিশি হালকা মিঠেল হাওয়া বসল গিয়ে নদীর পারে মাধবীলতার ছায়া পা দুখানি নদীর জলে ছুয়ে গেল তার একলা মনে বসে থাকা গহন গভীর রাত শূন্য চোখে দৃষ্টি মেলে দুরের দিকে চেয়ে মুক্ত ঝরা চোখের জলে নয়ন মেলে সে একা কেন মায়া তুমি বলল হলুদ পাখি মায়া বলে পথের মাঝে হারিয়ে গেছি আমি .

Comments
Post a Comment