সাধ

আজও বৃষ্টিতে ভাসে তোর ছবি ,
আজও গাছের পাতায় তোর নাম,
বাতাসে আজও তোর গন্ধ ,
শুধু নিজেকে হারিয়ে ফেললাম ।

এলোমেলো স্বপ্নেরা আজও কাছে আসে , 
পুকুরে ভাসে টুকরো টুকরো চাঁদ,
বিছানায় পরে জীবন্ত এক লাশ-
মনে তবু ভালবাসার সাধ ।।       

Comments

Popular posts from this blog

next to love