Posts

Showing posts from December 20, 2011

"সেই" দিন ....

থাকবেনা আর, সেই প্রথম ক্লাসের জন্য ব্যস্ততা | পুরনো বই-খাতার স্তুপে -- পড়ে থাকবে ক্লাস নোটের ডায়রি | মাঠের ওই সবুজ ঘাস -- হয়তো আর ছোঁয়া হবে না, হয়তো আর ফিরে পাবনা সেই রোদ মাখা  বিকেল ---- হারিয়ে  যাবে -- কান্টিনের চেয়ার দখলের দিন | হারিয়ে যাবে.............. বন্ধুদের সাথে জীবন্ত আড্ডা | হয়তো কখনো আর ফিরে আসবেনা........ আর লড়াই হবে না ডেস্ক দখলের | সুধু কোনো উদাস মুহুর্তে মনে পড়ে যাবে--- সেই ক্লাস ............... সেই মাঠ........... সেই.........................................