এলোমেলো
মুক্ত আকাশে এক ঝাঁক তারা ঝিকমিক করছে. পুকুরের জলে ভাসছে চাঁদ. এলোমেলো হাওয়ায় উড়ছে মাথার চুল. নিস্তব্ধ অন্ধকার আজ ডাকছে. গাছ থেকে খসে পড়া পাতা, ভেঙ্গে দেয় পুকুরের চাঁদ. গাছের পাতায় বাতাসের ছোয়া. যেন এক নিরন্তর প্রতীক্ষা . ফাঁকা প্রান্তরে বাতাসের নিশ্বাস , কুচিকুচি হওয়া চাঁদ আবার জোড়া লাগে. আকাশের ডাক আর ওই অজানা পথ------ বাতাস এখনো এলোমেলো ভাবে বইছে.