Posts

Showing posts from March 3, 2012

অচেনা মুহূর্ত ...

সুরের আঁচরে ভিজছে চোখ, চেনা রাস্তায় পড়ে স্মৃতি, কারো জন্য বুকের ভেতর পাথর, গলার কাছে আটকে কথার দলা. মাথায় ঘোরে পুরোনো প্রেমের বাস্প. মাথা আর মন আজ বিচ্ছিন্ন, পুরোনো ঘেন্না হঠাত অভিমান, শ্বশানের নিশুতি ছড়িয়ে আছে পথে, অসংলগ্ন মুহুর্তের ব্যঙ্গের ধিক্কার, জীবনের  কাছে  আজীবন  ছুটির  আর্জি--- আকাশের ওপারে হয়ত রয়েছে বসন্ত .  

একাকী........

পথের বাঁকে উড়ছে একটা দিন, রাস্তার ধুলোয় মিশে স্বপ্ন, পুরোনো দিন উঁকি মারে পথের ভিড়ে, নিওন আলোয় অচেনা লাগছে শহর. কিছু প্রশ্নের অজানা উত্তর--- পড়ে আছে রাস্তায় গাড়ির ভিড়ে . প্রশ্রয়ের দাগ আজও আছে হাতে, কানে বাজছে পুরোনো একটা গান, চোখের কোনে এক টুকরো কষ্ট, ভাঙ্গা স্বপ্নের তীব্র অভিমান . কবিতারা আজ যন্ত্রনাতে ঢাকা, কথায় লেগে অগোছালো জীবন . নিশ্বাসে আছে একরাস শুন্যতা, পুরোনো বেঞ্চে একাকী পড়ে স্বপ্ন .