Posts

Showing posts from January 23, 2012

আমার "জীবন" ?!?

নেশার ঘরে কাটছে প্রতি রাত, বুকের ভিতর অপমানের জ্বালা. তোমায় নিয়ে স্বপ্ন দেখতে গিয়ে আচমকা রোদ চোখে ধরায় জ্বালা. বেনিয়মের জীবন আমার এক, হারিয়ে গেছে আমার হাঁটা পথ .  বন্ধন কেটে মুক্ত পাখি তুমি, ভুলে গেছ তোমার নেওয়া শপথ.