পৃথিবী---তোমায় ঢাকব কংক্রিটে
তীব্র হাওয়া অসাড় করে হাত, রাস্তার ধুলো ছিটকে লাগে চোখে | রাস্তার পাশে কাঁটা তারের বেড়া ডিজেল পোড়া গন্ধ আসে নাকে | দু-চারটে ধুসর সবুজ গাছ , ট্রাকের সারি রাস্তার দুই ধারে | এখানে আকাশ হারিয়ে ফেলেছে রং, ধুলো আর ধোয়া ধেকেই ফেলেছে তারে | রাস্তায় থাকে হাজার একটা বোর্ড , অনেক মানুষ ব্যস্ত রাস্তা নিয়ে | নীল আকাশের রাস্তা হারিয়ে গেছে, রাস্তার ধার ভরে ওঠে জঞ্জালে | মানুষ এখন শুধুই চলছে ছুটে , নীল-সবুজের জন্য সময় নেই | উরালপুলে ধাক্ব গত শহর , পৃথিবী---তোমায় ঢাকব কংক্রিটে |