যন্ত্রণা
বুকের পাঁজরে জড়িয়ে অব্যক্ত যন্ত্রণা . টুকরো টুকরো হছে , অনুভুতিরা . নিশ্বাসে উড়ছে ভেঙ্গে যাওয়া স্বপ্ন . চোখের জলে লেগে টুকরো টুকরো ভালবাসা . না বলা কথাগুলো ..... তোমার না রাখা কথাগুলো .... আর কিছু দুঃখ, আজ গলে পরছে চোখ থেকে , গালে আঁকা শুধু তার নীরব রেখা,