বায়োডাটা
ফাইল ভর্তি বায়োডাটা আর ডিগ্রী , গায়ে ইস্ত্রী করা জামা প্যান্ট । একটার পর একটা interview , আর একটু একটু করে বাড়তে থাকা হতাশা । গরমে শরীর ভিজে চুপ চুপ, তবুও জামার একটা বোতাম খোলা যাবে না. এটা তো নিয়মের বাইরে । চারিদিকে কেবল বার্থতার অভিজ্ঞতা, চারিদিকে কেবল করুনা আর উপদেশ । চাকরি পেতে গেলে বায়োডাটা ই অস্ত্র. কিন্তু, সত্যি কি ওই বায়োডাটা তে লেখা আছে আমি কেমন !? আমার ডিগ্রী গুলো হয়ত আছে, কিন্তু সেটা তো সম্পূর্ণ আমি নই । আমার ভালো লাগে .... মাটির রাস্তা, সবুজ মাঠ, বিকেলের সোনালী রোদ এগুলো কিন্তু আমার বায়োডাটা তে নেই. আমার ভালো লাগে ঠান্ডা হাওয়ায় ঘাসের উপর বসে একা একা রাত্রের আকাশ দেখতে । এটাও লেখা নেই ওখানে. আমার এই ইস্ত্রী করা জামা প্যান্টের ভেতর যে মানুষ টা আছে তার পুরোটা লেখা নেই ওই বায়োডাটা র ফাইলে . ওখানে সাজানো আছে কেবল কিছু ডিগ্রী ওখানে নেই আমার প্রিয় মুহূর্ত গুলো.... ওখানে নেই আমার স্বপ্নগুলো.... তবুও একটা চাকরির জন্য, সামাজিক মর্যাদার জন্য, এখনো ভরসা করতে হবে ওই বায়োডাটা র উপরেই ।...