Posts

Showing posts from April 22, 2012

বায়োডাটা

Image
ফাইল ভর্তি বায়োডাটা আর ডিগ্রী , গায়ে ইস্ত্রী করা জামা প্যান্ট । একটার পর একটা interview , আর একটু একটু করে বাড়তে থাকা হতাশা । গরমে শরীর ভিজে চুপ চুপ, তবুও জামার একটা বোতাম খোলা যাবে না. এটা তো নিয়মের বাইরে । চারিদিকে কেবল বার্থতার অভিজ্ঞতা, চারিদিকে কেবল করুনা আর উপদেশ । চাকরি পেতে গেলে বায়োডাটা ই অস্ত্র. কিন্তু, সত্যি কি ওই বায়োডাটা তে লেখা আছে আমি কেমন !? আমার ডিগ্রী  গুলো হয়ত আছে, কিন্তু সেটা তো সম্পূর্ণ আমি নই  । আমার ভালো লাগে .... মাটির রাস্তা, সবুজ মাঠ, বিকেলের সোনালী রোদ এগুলো কিন্তু আমার বায়োডাটা তে নেই.  আমার ভালো লাগে  ঠান্ডা হাওয়ায় ঘাসের উপর বসে একা একা রাত্রের আকাশ দেখতে । এটাও লেখা নেই ওখানে. আমার এই ইস্ত্রী করা জামা প্যান্টের ভেতর যে মানুষ টা আছে  তার পুরোটা লেখা নেই ওই বায়োডাটা র ফাইলে . ওখানে সাজানো আছে  কেবল কিছু ডিগ্রী ওখানে নেই আমার প্রিয় মুহূর্ত গুলো.... ওখানে নেই আমার স্বপ্নগুলো.... তবুও একটা চাকরির জন্য, সামাজিক মর্যাদার জন্য, এখনো ভরসা করতে হবে ওই বায়োডাটা র  উপরেই ।...

আমার রাত

নিঝুম রাত । পাশের বাড়ির ঘড়িতে তিনটে ঘন্টা শোনা গেল । যখন চোখে ঘুমটা ভীষণ দরকার, তখন একা বিছানায় ---- ছটফট করতে থাকা আমাকে সঙ্গ দেয়  ভেজা বালিশ । নিজের অজান্তেই গালে লেগে থাকে জলের দাগ । স্বপ্ন দেখার সাহস !?! হয়ত জেগেছিল কখনো------ বাইরে বৃষ্টির শব্দে ঢাকা পড়ে যায় দীর্ঘশ্বাস, অন্ধকারে লুকিয়ে থাকে জলে ডোবা দুটি চোখ । বুকের ভেতর এক অসীম শুন্যতা । ঘুমের অপেক্ষায়  এখনো সম্বল,  তুই আর আমার হারিয়ে যাওয়া স্বপ্ন ।।  

সাধ

Image
আজও বৃষ্টিতে ভাসে তোর ছবি , আজও গাছের পাতায় তোর নাম, বাতাসে আজও তোর গন্ধ , শুধু নিজেকে হারিয়ে ফেললাম । এলোমেলো স্বপ্নেরা আজও কাছে আসে ,  পুকুরে ভাসে টুকরো টুকরো চাঁদ, বিছানায় পরে জীবন্ত এক লাশ- মনে তবু ভালবাসার সাধ ।।       

কিছু মুহূর্ত .............

Image
ডায়রির পাতায় আটকে ভালবাসা, মুক্তি পেল তোর চোখের তারায় । "শব্দ" দিয়ে লুকিয়ে রাখা ভালোলাগা , মুক্তি পেল তোর হাতের ছোয়ায়।। ---------------------------------------------------------------- তোর জন্য আজও আকাশে মেঘ, তোর জন্য অশান্ত বাতাস বয় । বালির কনা ছিটকে লাগে চোখে, চোখের থেকে বৃষ্টি শুরু হয় ।। ----------------------------------------------------------------- শরীরে আঁকা অত্যাচারের ছাপ,  চোখে ভাসে অসহায়ের দৃষ্টি । মনের ভেতর একরাশ শুন্যতা.., চোখের জল আড়াল করে বৃষ্টি ।। -------------------------------------------------------------------