Posts

Showing posts from May, 2012
ঘুমের মাঝে স্বপ্নে দেখা একোন মায়াবিনী বনের মাঝে যাই একা যেন নীলাম্বরী নরম ঘাসে নগ্ন পায়ে  আলো মাখি চারিদরকে স্তদ্ধ নিশি হালকা মিঠেল হাওয়া বসল গিয়ে নদীর পারে মাধবীলতার ছায়া পা দুখানি নদীর জলে ছুয়ে গেল তার একলা মনে বসে থাকা গহন গভীর রাত শূন্য চোখে দৃষ্টি মেলে দুরের দিকে চেয়ে মুক্ত ঝরা চোখের জলে নয়ন মেলে সে একা কেন মায়া তুমি বলল হলুদ পাখি মায়া বলে পথের মাঝে হারিয়ে গেছি আমি .