কিছু কথা .............
তোমার জন্য ভালবাসা
আজ থাক
আমার ভালোবাসা -------
আজ ওই ঘরছাড়া মানুষের.
আমার মনে এখন বাস করে ,
বন্দুকের নলের সামনে বেঁচে থাকা
ওই ভয়ার্ত, কথা হারানো মানুষেরা.
আমার চোখের জল-----
ওই রাজনীতির নোংরা ঝগড়ায়-
খেতে না পাওয়া মানুষদের জন্য.
আজ আমার ভাবনায়----
নন্দীগ্রাম, নেতাই, AMRI, জঙ্গলমহল
আজ আমার চিন্তায় ,
কিছু সাধারণ মানুষের ক্রিমিনাল হয়ে ওঠার নেপথ্য কাহিনী .
আমার কানে বাজে---------
মানুষের খাবারের জন্য হাহাকার,
অসহায় রোগীর বাঁচার আকুতি,
নিরীহ মানুষের বুকে বুলেটের আর্তনাদ.
আজ থাক
আমার ভালোবাসা -------
আজ ওই ঘরছাড়া মানুষের.
আমার মনে এখন বাস করে ,
বন্দুকের নলের সামনে বেঁচে থাকা
ওই ভয়ার্ত, কথা হারানো মানুষেরা.
আমার চোখের জল-----
ওই রাজনীতির নোংরা ঝগড়ায়-
খেতে না পাওয়া মানুষদের জন্য.
আজ আমার ভাবনায়----
নন্দীগ্রাম, নেতাই, AMRI, জঙ্গলমহল
আজ আমার চিন্তায় ,
কিছু সাধারণ মানুষের ক্রিমিনাল হয়ে ওঠার নেপথ্য কাহিনী .
আমার কানে বাজে---------
মানুষের খাবারের জন্য হাহাকার,
অসহায় রোগীর বাঁচার আকুতি,
নিরীহ মানুষের বুকে বুলেটের আর্তনাদ.
Comments
Post a Comment