যদি আবার দেখা হয়
অনেকদিন পর ,
যদি হঠাত কখনো দেখা হয় তোমার সাথে !
কি বলে ডাকব তোমায়?!?!?
হয়তো ছুঁয়ে যাবে
কিছু পুরোনো দিন.
হয়তো চোখটা
হঠাত ঝাপসা হয়ে যাবে .
হয়তো কয়েকটা জলের ফোনটা ...........
যদি সেই মুহুর্তে --
তুমি আমায় ডাক
একটা ভুলতে চাওয়া নামে ??!!
পারব কি--
আমি সেই ডাকে সাড়া দিতে !!??!!
বুড়ো সূর্যের কিছু আলো
হয়তো পড়বে তোমার মুখে,
হয়তো হাওয়ায়
এলোমেলো ভাবে উড়বে তোমার চুল.
হয়তো সেদিন তোমায়--------
কিছুই বলা হবে না.
শুধু না বলা কথাগুলো
আমার চোখ থেকে ঝরে পড়বে,
সেই উত্তর না পাওয়া প্রশ্নগুলো নিয়ে.
হয়তো.......
Comments
Post a Comment