তকমা

কয়েকটা অসহায় মুহূর্ত .
একটা দুর্বল মানুষ .
মানুষের বিষাক্ত কথার ছোবলে,
আজ সে একা.

আজকের সমাজে -----
মানুষকে আঘাত করতে না পারা পাপ .
মানুষকে রক্তাক্ত করতে না পারা কাপুরুষতা .

নিজের  অসহায়তা  ঢাকতে
কচ্ছপের খোল ই  ভরসা.
নয়তো পাল্টা  মার .

অন্ধকার ঘর.
একটা লাল বিন্দু বাড়ছে-কমছে.
অল্প মদের গন্ধ ভেসে আসে
খোলা জানালা দিয়ে.

পরদিন সকাল.
টেবিলে খোলা ডায়রির
পাতায় পাতায় হতাশার যন্ত্রণা.
দেয়ালে দুটি  শব্দ -
I QUIT .

পরে থাকে ভাঙ্গা স্বপ্নের অবশেষ,
আর কাপুরুষের তকমা. 
 .
     

Comments

Popular posts from this blog

next to love