বীভত্স মূর্তি
সমাজের পাঁকে আমরা নিমজ্জিত .
মন থেকে বেরোয় পচা দুর্গন্ধ.
সুগন্ধি দিয়ে দেহকে সাজিয়ে রাখার নিষ্ফল চেষ্টায়
ভয় করে আয়নায় মুখ দেখতে.
মুখোশের আড়ালে ঢেকে যাওয়া মুখ.
নিজের মুখ নিজেরাই ভুলে গেছি.
সস্তা দরে 'বিবেক' বিক্রি করে
নিজের স্বত্তা নিজেরাই হারিয়েছি.
এক রাত্রিতে সরিরের দাম পাঁচ হাজার
আমরা তাকে উপাধি দিই পতিতা.
খদ্দের তো আমাদেরই কেউ একজন,
তার জন্য বরাদ্দ কোন উপাধিটা?
চাকরিতে CHARACHTER CERTIFICATE লাগবেই .
কিন্তু সেটা পেতে ' অনুদান ' তো দিতেই হবে
পাঁচশো টাকায় কিনতে হবে চরিত্রটা.
নয়তো, চাকরি হারিয়ে কিছু ভন্ডের জ্ঞান শুনতে হবে .
বাতাসে আজ অক্সিজেনের অভাব
মিথ্যার বুলিতেই দেশ ভর্তি.
কাকেই বা বলার কিইবা আছে
সবারই সেই একই বীভত্স মূর্তি..
Comments
Post a Comment