অপদার্থ
আর আঘাত সহ্য করার ক্ষমতা নেই.
আর অপমান মেনে নেওয়ার সামর্থ্য নেই.
এই রুক্ষ বাস্তবের
শক্ত নখের আঁচরে
আজ আমার শরীর রক্তাক্ত.
নিজের সাথে যুদ্ধ করতে করতে
আজ আমি ক্লান্ত, অবসন্ন.
মন, আজ সে অসাড়,
হৃদয়, আজ যা ক্ষতবিক্ষত,
জীবন, যা আজ অনেক কিছু চায়.
শরীর, আজ গলে যাওয়া মোমবাতি.
নিজের কাছে হার,
মানুষের অপমান ,
অসহায় ভালবাসা ,
বাস্তবের আঘাত,
একটাই তকমা আজ আমায় উপহার দিয়েছে---
" অপদার্থ "
আর অপমান মেনে নেওয়ার সামর্থ্য নেই.
এই রুক্ষ বাস্তবের
শক্ত নখের আঁচরে
আজ আমার শরীর রক্তাক্ত.
নিজের সাথে যুদ্ধ করতে করতে
আজ আমি ক্লান্ত, অবসন্ন.
মন, আজ সে অসাড়,
হৃদয়, আজ যা ক্ষতবিক্ষত,
জীবন, যা আজ অনেক কিছু চায়.
শরীর, আজ গলে যাওয়া মোমবাতি.
নিজের কাছে হার,
মানুষের অপমান ,
অসহায় ভালবাসা ,
বাস্তবের আঘাত,
একটাই তকমা আজ আমায় উপহার দিয়েছে---
" অপদার্থ "
Comments
Post a Comment