অচেনা মুহূর্ত ...
সুরের আঁচরে ভিজছে চোখ,
চেনা রাস্তায় পড়ে স্মৃতি,
কারো জন্য বুকের ভেতর পাথর,
গলার কাছে আটকে কথার দলা.
মাথায় ঘোরে পুরোনো প্রেমের বাস্প.
মাথা আর মন আজ বিচ্ছিন্ন,
পুরোনো ঘেন্না হঠাত অভিমান,
শ্বশানের নিশুতি ছড়িয়ে আছে পথে,
অসংলগ্ন মুহুর্তের ব্যঙ্গের ধিক্কার,
জীবনের কাছে আজীবন ছুটির আর্জি---
আকাশের ওপারে হয়ত রয়েছে বসন্ত .
চেনা রাস্তায় পড়ে স্মৃতি,
কারো জন্য বুকের ভেতর পাথর,
গলার কাছে আটকে কথার দলা.
মাথায় ঘোরে পুরোনো প্রেমের বাস্প.
মাথা আর মন আজ বিচ্ছিন্ন,
পুরোনো ঘেন্না হঠাত অভিমান,
শ্বশানের নিশুতি ছড়িয়ে আছে পথে,
অসংলগ্ন মুহুর্তের ব্যঙ্গের ধিক্কার,
জীবনের কাছে আজীবন ছুটির আর্জি---
আকাশের ওপারে হয়ত রয়েছে বসন্ত .
Comments
Post a Comment