যদি ............
সূর্যের তীব্র আলোতে বুজে আসে নেশাতুর চোখ,
মনের ভেতর কালবৈশাখী,
পুরনো স্মৃতি হাঁটছে রাস্তায়,
অচেনা শরীরে, চোখ খোঁজে সেই চেনা ছন্দ,
চোখের কোণে জলন্ত বিদ্রুপ,
বাতাসে আজ অক্সিজেনের অভাব,
তবু প্রতিটা মুখে তোর আদল.
মনের ভেতর কালবৈশাখী,
পুরনো স্মৃতি হাঁটছে রাস্তায়,
অচেনা শরীরে, চোখ খোঁজে সেই চেনা ছন্দ,
চোখের কোণে জলন্ত বিদ্রুপ,
বাতাসে আজ অক্সিজেনের অভাব,
তবু প্রতিটা মুখে তোর আদল.
Comments
Post a Comment