অসম্পূর্ণ
বাকিছিল তোর সাথে গঙ্গার ধারে হেঁটে বেরানো,
বাকিছিল একসাথে সাইকেল চালানো ,
বাকি ছিল একসাথে সূর্যাস্ত দেখা,
বাকি ছিল সেই চাঁদনী রাতটা,
বাকি ছিল অনেক স্বপ্নদেখা--------
পূর্ণ হয়নি সূর্যোদয় দেখা ,
তার আগেই অস্ত গেল অসম্পূর্ণ ভালবাসা .
চোখের সামনে দিয়ে ছুটে যাওয়া চেনা বাসে--------
আজ অচেনা মুখ
Comments
Post a Comment