মৌনতা
অতীতের ছেঁড়া পাতারা আজ দুঃস্বপ্ন,
ইতিহাসের পাতায় লেগে মৃত্যু,
অলস বিছানায় পড়ে অভিমান,
অচেনা অন্ধকার নিয়েছে পিছু.
ইতিহাসের পাতায় লেগে মৃত্যু,
অলস বিছানায় পড়ে অভিমান,
অচেনা অন্ধকার নিয়েছে পিছু.
এখন সব শান্ত ঝড়ের শেষে,
বোবা বালিশ, একান্ত আশ্রয়,
যন্ত্রণা আজ চোখের কোণে লেগে,
ভালবাসা আজ হয়েছে নিরাশ্রয়.
মৃত্যু হয়ত আসবে অতিথি হয়ে,
নিশ্বাসে আজ একরাশ শুন্যতা,
কানে বাজে শেষের দিনের সুর,
বুকের ভেতর কেবল মৌনতা
Comments
Post a Comment