আবেগ ......

বৃষ্টির  ফোটা য়   আঁকা চুম্বন,
 তোমার ডানায় লেগে   উষ্ণতা  .
গাছের পাতারা সব কাঁপছে ,
তোমার ঠোটে খুজি গভীরতা .

চোখের পাতা অল্প একটু খোলা ,
তোমার সরির চাইছে ভালবাসা ,
নিশ্বাসে আজ একরাস প্রশ্রয় ,
চোখের দৃষ্টি  হয়েছে  সর্বনাশা

তোমার আবেগ জড়িয়ে ধরে আমায় ,
সরির জুড়ে অদ্ভুত ভালোলাগা ,
আদরে  দুটি শরীর ভেসে যায় ---
তিরতির  করে কাঁপছে চোখের পাতা .

অবশেষে  থামে গভীর আদিম লড়াই,    
 মনের মধে রঙিন  সুখের  আবেশ  ,
চুম্বনে লেখা আগামী প্রতিশ্রুতি ,
ক্লান্ত সরির , ভবিষ্যত আঁকে...

Comments

Popular posts from this blog

next to love