নেশার মুক্তি .......

মাথার  ভেতর ছেরা কথার মালা ,
টুকরো টুকরো কথার ছড়াছড়ি, 
অসংলগ্ন চিন্তা ধারার  ভিরে
মনের ভেতর স্বপ্নের মহামারী ..

অসাড়  শরীরে কেবল অস্বস্তি ,
হয়তো মৃত্যু দাঁড়িয়ে আমার পাশে ,
মনের ভেতর ভিড়  করা মানুষেরা   
ভিতর থেকে ছিটকে বেরিয়ে আসে .

স্বপ্ন তো নয় ! কথায় গেছি ভুলে ..
মাথা আমার হঠাত  নিস্ক্রিয় -
চোখের সামনে ঘুরছে চেনা মানুষ  
সবই অসাড়, শুধু চোখটি সক্রিয় ..

নিজেকে হঠাত পাগল মনে হয়,
চেনা পৃথিবীর সবই অচেনা লাগে,
ভাঙ্গতে ভাঙ্গতে টুকরো টুকরো হে,
মনের ভেতর মৃত্যু ভয় জাগে..

একা বিছানায় অন্ধকারে  আমি,
চেতনা আসে ছিটকে আসা সুরে.
হঠাত করে হারিয়ে যেতে গিয়ে,
"চেনা গলা" রাস্তা রোধ করে ...

নেশার শিকল ছিন্ন হলো আজ,
ফেরার শুরু হারানো পৃথিবীতে ,
পুরনো পথ পেলাম নতুন ভাবে....
নতুন স্বপ্ন আজকে আমার হাতে....

         
 

Comments

Popular posts from this blog

next to love