মরচে ধরা চাঁদ.............

মস্ত খেলার মাঠ
আজ বন্দী  লোহার খাঁচায় |
মাঠের বুকে পোতা
সারি সারি লোহার রড,
হাজার তারার মাঝে জলতে থাকা চাঁদে ----
আজ মরচে রঙা আলো |
 মাঠে জলতে থাকা কয়েকশো হালোজেনের কাছে
চাঁদ আজ মলিন |
তার ক্লান্ত আলোয়
ফুটে ওঠে কিছু অস্পষ্ট স্বপ্ন |
পাশে গাছের আড়ালে  পরে থাকে কিছু হতাশা |
নর্দমায় গজিয়ে ওঠা কিছু আগাছায়
আটকে থাকে নিষ্ফল দীর্ঘশ্বাস |
অভাবের যন্ত্রনা ঢাকা মুখ থেকে
মুছে যায় কিছু হাসির রেখা |

শুধু রয়ে যায় ---
আধুনিক যুগের এই থাবার আঁচড় |
কয়েকশো হালোজেনের আলো |
আর মরচে ধরা চাঁদ |

Comments

Popular posts from this blog

next to love