স্বপ্ন..................

বুকের বাঁদিকে একটা অস্বস্তি,
একটা যন্ত্রণা |
জমে থাকা কথাগুলোর ভার |
দুর্বল শরীরে স্মৃতির ছোবল |
নেশায় ডুবে গিয়েও মনে ভাসে তোর কথা |
ভবিষ্যতের কাছে একটাই প্রশ্ন,
আমি কি মুক্তি পাব????

পুরনো গাছে লেগে
নয়ান দিনের সূর্যের আলো |
গাছের নিচে কি থাকবে
সেই পুরনো স্বপ্নেরা??

চেনা ঘাস কি দেখবে---
সেই পুরনো ছবিটা??
তুই-আমি আর আমাদের স্বপ্ন..................

Comments

Popular posts from this blog

next to love