কত ফোটা বৃষ্টি মিশে, এক টুকরো ভালবাসার জন্ম দেয়???
বৃষ্টির ফোটায় লেগে থাকা ভালবাসায়, আঁকা তোমার নাম. নদীতে বয়ে যাওয়া জলের ফোটায় লেখা তোমার নাম. গাছের পাতা থেকে ঝরে পড়া শিশিরের ফোটায় লেগে তোমার ছবি. সবুজ ঘাসের উপর লেগে থাকা শিশিরবিন্দু মনে পরায় তোমায়. কত ফোটা বৃষ্টি মিশে, এক টুকরো ভালবাসার জন্ম দেয়???