Posts

Showing posts from April, 2012

বায়োডাটা

Image
ফাইল ভর্তি বায়োডাটা আর ডিগ্রী , গায়ে ইস্ত্রী করা জামা প্যান্ট । একটার পর একটা interview , আর একটু একটু করে বাড়তে থাকা হতাশা । গরমে শরীর ভিজে চুপ চুপ, তবুও জামার একটা বোতাম খোলা যাবে না. এটা তো নিয়মের বাইরে । চারিদিকে কেবল বার্থতার অভিজ্ঞতা, চারিদিকে কেবল করুনা আর উপদেশ । চাকরি পেতে গেলে বায়োডাটা ই অস্ত্র. কিন্তু, সত্যি কি ওই বায়োডাটা তে লেখা আছে আমি কেমন !? আমার ডিগ্রী  গুলো হয়ত আছে, কিন্তু সেটা তো সম্পূর্ণ আমি নই  । আমার ভালো লাগে .... মাটির রাস্তা, সবুজ মাঠ, বিকেলের সোনালী রোদ এগুলো কিন্তু আমার বায়োডাটা তে নেই.  আমার ভালো লাগে  ঠান্ডা হাওয়ায় ঘাসের উপর বসে একা একা রাত্রের আকাশ দেখতে । এটাও লেখা নেই ওখানে. আমার এই ইস্ত্রী করা জামা প্যান্টের ভেতর যে মানুষ টা আছে  তার পুরোটা লেখা নেই ওই বায়োডাটা র ফাইলে . ওখানে সাজানো আছে  কেবল কিছু ডিগ্রী ওখানে নেই আমার প্রিয় মুহূর্ত গুলো.... ওখানে নেই আমার স্বপ্নগুলো.... তবুও একটা চাকরির জন্য, সামাজিক মর্যাদার জন্য, এখনো ভরসা করতে হবে ওই বায়োডাটা র  উপরেই ।...

আমার রাত

নিঝুম রাত । পাশের বাড়ির ঘড়িতে তিনটে ঘন্টা শোনা গেল । যখন চোখে ঘুমটা ভীষণ দরকার, তখন একা বিছানায় ---- ছটফট করতে থাকা আমাকে সঙ্গ দেয়  ভেজা বালিশ । নিজের অজান্তেই গালে লেগে থাকে জলের দাগ । স্বপ্ন দেখার সাহস !?! হয়ত জেগেছিল কখনো------ বাইরে বৃষ্টির শব্দে ঢাকা পড়ে যায় দীর্ঘশ্বাস, অন্ধকারে লুকিয়ে থাকে জলে ডোবা দুটি চোখ । বুকের ভেতর এক অসীম শুন্যতা । ঘুমের অপেক্ষায়  এখনো সম্বল,  তুই আর আমার হারিয়ে যাওয়া স্বপ্ন ।।  

সাধ

Image
আজও বৃষ্টিতে ভাসে তোর ছবি , আজও গাছের পাতায় তোর নাম, বাতাসে আজও তোর গন্ধ , শুধু নিজেকে হারিয়ে ফেললাম । এলোমেলো স্বপ্নেরা আজও কাছে আসে ,  পুকুরে ভাসে টুকরো টুকরো চাঁদ, বিছানায় পরে জীবন্ত এক লাশ- মনে তবু ভালবাসার সাধ ।।       

কিছু মুহূর্ত .............

Image
ডায়রির পাতায় আটকে ভালবাসা, মুক্তি পেল তোর চোখের তারায় । "শব্দ" দিয়ে লুকিয়ে রাখা ভালোলাগা , মুক্তি পেল তোর হাতের ছোয়ায়।। ---------------------------------------------------------------- তোর জন্য আজও আকাশে মেঘ, তোর জন্য অশান্ত বাতাস বয় । বালির কনা ছিটকে লাগে চোখে, চোখের থেকে বৃষ্টি শুরু হয় ।। ----------------------------------------------------------------- শরীরে আঁকা অত্যাচারের ছাপ,  চোখে ভাসে অসহায়ের দৃষ্টি । মনের ভেতর একরাশ শুন্যতা.., চোখের জল আড়াল করে বৃষ্টি ।। ------------------------------------------------------------------- 

আমরা....................

Image
আমরা সবাই ভীষণ একা । আমরা সারা জীবন ধরে শুধু সেই একাকিত্ব টা কাটানোর চেষ্টা করি।  যে মানুষ টা সুখে সংসার করছে বা যারা সুখে প্রেম করছে, তারাও কি একটা জায়গায় ভীষণ নিঃসঙ্গ নয়? একজন বাবা হিসাবে যে মানুষটি ভীষণ সুখী সেই মানুষটি হয়ত নিজের কাছে ভীষণ একা ।  তিনি তার সংসার, স্ত্রী, পুত্র সবাইকে সময় দেন কিন্তু নিজের জন্য তিনি কতটা সময় দেন? যাদের প্রেম দেখে অনেকে হিংসা করে তারা হয়ত একে অপরের কাছে সুখী কিন্তু নিজের কাছে তারাও ভীষণ একলা । এখন দেখি অনেকের status যদি single থাকে সেটা নিয়ে আমরা অনেক সময় অনেক ধরনের মন্তব্য করি, কিন্তু যদি আমরা একটু সময় নিজের জন্য ভাবি তাহলে এটা খুব সহজেই বুঝতে পারব আমরা প্রত্যেক টা মানুষ কতটা একা । আমরা জানি জন্ম মৃত্যু এটা আমরা কিছু করতে পারব না, কিন্তু এটা কখনই ভাবার চেষ্টা করি না আমদের জন্ম কোন কাজের জন্য হয়েছে । প্রত্যেক জিনিসের একটা লক্ষ্য থাকে । তাহলে আমাদের প্রত্যেকের জীবনের একটা লক্ষ্য আছে । অথচ আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা বেঁধে দেওয়া পটে চলছি ।  জন্ম -> পড়াশোনা  -> চাকরি/ব্যবসা -...

তুই ..........

Image
অবিরত স্মৃতির মনখারাপ, তবু মনে তুই . নীরব চোখে না বলা যন্ত্রণা , তবু ভালবাসি তোকে . রাত্রের আশ্রয় ভেজা বালিশ,  তবু স্বপ্নটা শুধু তোর. হারিয়ে  যাওয়া আমি............ তবু  খুঁজি তোকে .

শুভ নববর্ষ

শেষের দিনের বিষন্নতা মুছে দিয়ে যায় ঝড়, পাগল হওয়ার একটানা গর্জন, অন্ধকার আকাশে শুধু বিদ্যুতের ঝলকানি, হঠাত  বৃষ্টি  ছিটকে  লাগে  চোখে . আবার  একটা নতুন  বছর  এলো, চারিদিকে আজ বরণের প্রস্তুতি, হাজার একটা  নতুন প্রতিজ্ঞা, আজকে একটু অন্য ভাবে বাঁচি  .    

শুধু........... তোকে

Image
আমি যখন সমুদ্রের গর্জন শুনি, পাগল বাতাস শনশন করে বয়ে চলে, তখন ওই পর্যটকদের ভিড়ে, আমার চোখ প্রতিটা মুখে খোঁজে--- সেই চেনা আদল..... সেই চেনা হাসিটা....... প্রতিটা মানুষের ভিড়ে, প্রতিটা মানুষের শব্দে, আজ ও খুঁজে ফিরি শুধু........... তোকে

some of my words....................

Now I can’t feel. Somehow I’ve lost all my feelings. The only thing which I can feel only my empty heart. My eyes want to suppress the pains which are reflecting in my eyes. I can’t forget her for a single moment. I can’t believe that she is not with me. I can’t accept that. Till now I’m waiting for her because my heart won’t allow me for other options. I have no idea about the pain of love. I can’t imagine how much i love her. She is still in my breath. How can I forget her? I don’t know what was my fault, but I’m suffering for that. I’ve no way to know the answer. I couldn’t imagine that she can leave me alone. I don’t know why she did it but I can’t stop myself from loving her. I shared everything with her, my dreams, my thoughts. She was the only reader of my Diary. I gave those all to her. I don’t know how will I live! I’ve no dream, I’ve no goal and I’ve no interest in life. When she had gone she took all my happiness and wrapped me in pain. I love to talk but now I hardly sha...

আহ্বান

হারিয়ে গেছে আমার স্বপ্ন আমার জীবন থেকে, হারিয়ে গেছে পথের রেখা আমার দৃষ্টিপথে. নির্বাক আজ আমার কন্ঠ, হারিয়ে ফেলেছে ভাষা, জীবন আমার অগোছালো, হারিয়ে গেছে দিশা. বাঁচার ইচ্ছা হারিয়ে গেছে আমার সময় এখন শুধুই দিন গোনার বুকের মধ্যে ভালবাসার দীর্ঘশ্বাস আমার সরির জীবন্ত এক লাশ কি দোষ আমার? কিই বা অপরাধ? জীবন আমার শেষের পথে চলছে মৃত্যুর গন্ধ আমার শরীরে লেগে শুধু তোর ভুলে মৃত্যু আমায় ডাকছে.  

মৌনতা

অতীতের ছেঁড়া পাতারা আজ দুঃস্বপ্ন, ইতিহাসের পাতায় লেগে মৃত্যু, অলস বিছানায় পড়ে অভিমান, অচেনা অন্ধকার নিয়েছে পিছু. এখন সব শান্ত ঝড়ের শেষে, বোবা বালিশ, একান্ত আশ্রয়, যন্ত্রণা  আজ  চোখের  কোণে লেগে, ভালবাসা আজ  হয়েছে নিরাশ্রয়. মৃত্যু হয়ত আসবে অতিথি হয়ে, নিশ্বাসে আজ একরাশ শুন্যতা, কানে বাজে  শেষের  দিনের সুর, বুকের ভেতর কেবল মৌনতা 

অসম্পূর্ণ

বাকিছিল তোর সাথে গঙ্গার ধারে হেঁটে বেরানো, বাকিছিল একসাথে  সাইকেল চালানো , বাকি  ছিল  একসাথে  সূর্যাস্ত  দেখা, বাকি  ছিল  সেই  চাঁদনী   রাতটা, বাকি  ছিল  অনেক স্বপ্নদেখা-------- পূর্ণ  হয়নি  সূর্যোদয়  দেখা , তার  আগেই  অস্ত  গেল  অসম্পূর্ণ  ভালবাসা . চোখের  সামনে দিয়ে ছুটে যাওয়া চেনা বাসে-------- আজ অচেনা মুখ