Posts
Showing posts from January, 2012
তকমা
- Get link
- X
- Other Apps
কয়েকটা অসহায় মুহূর্ত . একটা দুর্বল মানুষ . মানুষের বিষাক্ত কথার ছোবলে, আজ সে একা. আজকের সমাজে ----- মানুষকে আঘাত করতে না পারা পাপ . মানুষকে রক্তাক্ত করতে না পারা কাপুরুষতা . নিজের অসহায়তা ঢাকতে কচ্ছপের খোল ই ভরসা. নয়তো পাল্টা মার . অন্ধকার ঘর. একটা লাল বিন্দু বাড়ছে-কমছে. অল্প মদের গন্ধ ভেসে আসে খোলা জানালা দিয়ে. পরদিন সকাল. টেবিলে খোলা ডায়রির পাতায় পাতায় হতাশার যন্ত্রণা. দেয়ালে দুটি শব্দ - I QUIT . পরে থাকে ভাঙ্গা স্বপ্নের অবশেষ, আর কাপুরুষের তকমা. .
যদি আবার দেখা হয়
- Get link
- X
- Other Apps
অনেকদিন পর , যদি হঠাত কখনো দেখা হয় তোমার সাথে ! কি বলে ডাকব তোমায়?!?!? হয়তো ছুঁয়ে যাবে কিছু পুরোনো দিন. হয়তো চোখটা হঠাত ঝাপসা হয়ে যাবে . হয়তো কয়েকটা জলের ফোনটা ........... যদি সেই মুহুর্তে -- তুমি আমায় ডাক একটা ভুলতে চাওয়া নামে ??!! পারব কি-- আমি সেই ডাকে সাড়া দিতে !!??!! বুড়ো সূর্যের কিছু আলো হয়তো পড়বে তোমার মুখে, হয়তো হাওয়ায় এলোমেলো ভাবে উড়বে তোমার চুল. হয়তো সেদিন তোমায়-------- কিছুই বলা হবে না. শুধু না বলা কথাগুলো আমার চোখ থেকে ঝরে পড়বে, সেই উত্তর না পাওয়া প্রশ্নগুলো নিয়ে. হয়তো.......
কিছু কথা .............
- Get link
- X
- Other Apps
তোমার জন্য ভালবাসা আজ থাক আমার ভালোবাসা ------- আজ ওই ঘরছাড়া মানুষের. আমার মনে এখন বাস করে , বন্দুকের নলের সামনে বেঁচে থাকা ওই ভয়ার্ত, কথা হারানো মানুষেরা. আমার চোখের জল----- ওই রাজনীতির নোংরা ঝগড়ায়- খেতে না পাওয়া মানুষদের জন্য. আজ আমার ভাবনায়---- নন্দীগ্রাম, নেতাই, AMRI, জঙ্গলমহল আজ আমার চিন্তায় , কিছু সাধারণ মানুষের ক্রিমিনাল হয়ে ওঠার নেপথ্য কাহিনী . আমার কানে বাজে--------- মানুষের খাবারের জন্য হাহাকার, অসহায় রোগীর বাঁচার আকুতি, নিরীহ মানুষের বুকে বুলেটের আর্তনাদ.